স্কুলছাত্রীকে একাধিকবার ‘ধ,,র্ষ,ণ’, জোর করে গর্ভপাত (ভিডিও)

0
67

রাজ’শাহীর দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কুল’ছাত্রীকে (১৫) ধর্ষণের পর জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে। অভি’যুক্ত যুবক মাজেদুর রহমান দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের মৃত আব্দুল কাদেরে’র ছেলে। গত শনি’বার রাতে এই ঘটনায় ওই কিশোরী’র মা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে’ছেন। ওই শিক্ষার্থী’র মা জানান, গত ১৩ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে মাজেদুর রহমান তার মেয়ে’কে ধর্ষণ করে। পরে বিষয়’টি কাউকে না জানাতে এবং ভয়’ভীতি দেখিয়ে মাজেদুর আরও একাধিক’বার তাকে ধর্ষণ করে। এক’পর্যায়ে তার মেয়ে গর্ভবর্তী হয়ে পড়লে গত ১০ অক্টোবর মাজেদুর তার গর্ভের সন্তান নষ্ট করতে জোর’পূর্বক ওষুধ খাইয়ে দেয়। এর’পরেই রক্তপাত শুরু হলে বিষয়’টি সে তার মাকে জানায়। এরপর গত ১৪ নভেম্বর রাজ’শাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মেডিকেল পরী’ক্ষা করা হয়। মেডিকেল রিপোর্টে গর্ভ’পাতের বিষয় নিশ্চিত হয়ে থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষা’র্থীর মা। দুর্গাপুর থানার ভার’প্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কনা জানান, গত শনি’বার ওই স্কুল’ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তা’র করা যায়নি। তবে আসামি’কে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্ম’কর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here