দুইজনকে খুশি করতে যেয়ে প্রান গেল ১৪ বছরের কিশোরীর (ভিডিও)

0
68

চাঁদ’পুরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী কাক’লি হত্যার রহস্য উদ’ঘাটন ও ঘাতক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহত ছাত্রীর বি’চ্ছিন্ন মাথা এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারাল চাকু উদ্ধার করা হয়েছে। মলত তৃ’মুখী প্রেমের সম্পর্ক’কে কেন্দ্র করে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্র’বার রাত সাড়ে ১২টায় এমন তথ্য নিশ্চিত করেছেন, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা। এই হত্যা মামলায় সংশ্লিষ্ট পুলিশের তদন্ত’কারী দল জানিয়েছে, ঘটনার দিন সকালে মুঠো’ফোনে শারমিন আক্তার কাকলী’কে ফোন দিয়ে অক্সফোর্ড একা’ডেমিতে দেখা করতে বলে তার পুরাতন প্রেমিক সহপাঠী সাইফ উদ্দিন। এটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুল যা করোনা ভাইরাসে’র কারনে বেশ কিছু’দিন যাবত বন্ধ রয়েছে ফলে স্কুলটি’তে কেউ প্রবেশ করেনা। অক্স’ফোর্ড একাডেমিতে আগে থেকেই হাজির ছিল কাকলীর নতুন প্রেমিকও। পুরাতন এবং নতুন- উভয় প্রেমিকে’র পরিচিয় হওয়ার পরে তারা জানতে পারে যে কাকলি তাদের উভয়ের সাথে’ই প্রেম করছে। তারা এর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here